সিলেটে ছাত্রলীগ সভাপতি সহ ৪ নেতাকর্মী গ্রেফতার
সিলেটে শাহপরান থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সভাপতিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। (২৬ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেট মেট্রোপলিটন ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, ছাত্রলীগ কর্মী মিন্টু, আজিজুল হাকিম রাজু ও বুলেট মামুনের ক্যাডার বাহিনীর সদস্য ও বালুচর আবাসিক এলাকার লুকমান মিয়ার ছেলে আবদুল্লাহ।
গ্রেফতারতারকৃত ৩ জনের বিরুদ্ধে গত (২২ অক্টোবর) সিলেট জেলার ডেপুটি কমিশনার শেখ রাসেল হাসানের কাছে অভিযোগে করেন, বিশ্ব জাকের মঞ্জিলের ২৪ নং ওয়ার্ডের প্রকাশনা ও প্রচার সম্পাদক সাজ্জাদ আহমদ । তাদের বিরুদ্ধে চাঁদা ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
গণমাধ্যমে পাঠানো শাহপরান থানা পুলিশ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় নগরীর নয়াসড়ক এলাকায়। এ অভিযানে গ্রেফতার করা হয় ৪ ছাত্রলীগ নেতাকর্মীকে।