সরকার চাইলে ইলিয়াস আলীর সন্ধান দিতে পারেন

বিশ্বনাথ সংবাদদাতা:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্ধী রাখা হয়েছে। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। আগামী দিনে বেগম জিয়ার মুক্তির আন্দোলনের ডাক আসলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান তিনি।

গত বুধবার সন্ধ্যায় ইলিয়াস আলীর নিজ বাড়ি উপজেলার রামধানা গ্রামের বাসভবনে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবদলের পৃথক দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আজ দীর্ঘদিন ধরে সিলেটের কোটি মানুষের নেতা আমার স্বামী ইলিয়াস আলী নিখোঁজ রয়েছে। কিন্তু আজও তাঁর কোনও সন্ধান সরকার দিতে পারেনি। সরকার চাইলে ইলিয়াস আলীর সন্ধান দিতে পারেন। মিথ্যা মামলা দিয়ে একের পর এক বিএনপির নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করছে সরকার। হামলা মামলা দিয়ে সরকার পতন আন্দোলন দমন করা যাবে না।

খাজাঞ্চী ইউনিয়ন যুবদল নেতা শওকত আলী, বিশ্বনাথ ইউনিয়ন যুবদল নেতা আব্বাস আলী সুমনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল লতিফ এবং বিশ্বনাথ ইউনিয়ন যুবদল নেতা তানভীর হোসেনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, যুগ্ম সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, যুগ্ম সম্পাদক জামাল আহমদ, বিএনপি নেতা রাজু আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস শহিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুরমান খান, যুগ্ম আহবায়ক নানু মিয়া, মুসলিম আলী, নজির আহমদ, তাজুল ইসলাম, সোহাগ আহমদ চন্দন, যুক্তরাজ্য যুবদল নেতা আবদুল ওয়াহিদ আলমগীর।

এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, খাজাঞ্চী ইউপি যুবদল নেতা শফিক খান, মাসুক মিয়া, নুর আলী, আনোয়ার হোসেন, বিশ্বনাথ ইউপি যুবদল নেতা ময়নুল হক, সাহেল আহমদ, কয়েছ আহমদ, নানু মিয়া, শাহ লিলু মিয়া প্রমুখ।

আরও সংবাদ