ফাহমিদা ইয়াসমিনের কবিতা

মিথ্যার মিছিল

                ফাহমিদা ইয়াসমিন

 

আমি রানা প্লাজা ধ্বসে যাওয়া
শ্রমিকদের কথা বলছি
যারা নিহত যারা আহত
তারা কি পেয়েছে বিচার
না পাবে কোনদিন ?

কত পিতা হারিয়েছে পুত্র
কত মাতা হারিয়েছে সন্তান
কতই না শিশু হারিয়েছে মা বাবা
আর কতজন পঙ্গু হয়ে বসে আছে
কেউ কি নেয় তাদের খবর
কেউ কি রাখে তারা কিভাবে চলে।

যাদের ঘামে তোমরা ভ্রমণ করো বিদেশ
যাদের শ্রমে তোমরা আয়োজন করো
বিলাসি বিলাস
তারা আজ দিশেহারা
তারা আজ বিচার হারা ।

আজকে কি কেউ তাদের পাশে গিয়েছে
তাদের কে কি কেউ দিয়েছে একমুঠো অন্ন
যদি গিয়েও থাকে
তা নির্বাচনে জয় লাভ করার জন্য
ফেইসবুকে সেলফি তোলার জন্য।

আগুনেপুড়ে যারা শেষ হয়েছে
দিয়েছে কি তাদের ক্ষতিপূরণ
করেছে কি তাদের পরিবারে বাঁচার কিছু
অবশ্য করেনি।

মালিকের দল ব্যস্ত মালিক কে বাঁচাতে
নিজের ব্যাংক ব্যালেন্স পাহাড় করতে
তারপরে বেঁচে থাকে রসের ভাষণ
আর মিথ্যার মিছিল ।।

আরও সংবাদ