রাজনগরে অভিযানে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মুন্সিবাজার, সিলেট ফেঞ্চুগঞ্জ রোড, কর্ণীগ্রাম ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৮ অক্টোবর সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স। অভিযানকালে সিলেট ফেঞ্চুগঞ্জ রোডে অবস্থিত পিতৃছায়া মেডিকেল ষ্টোরকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

কর্ণীগ্রাম বাজারে অবস্থিত মদিনা ষ্টোরকে অতিরিক্ত দামে সার বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকাসহ মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে সার বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এসকল জরিমানা করেন।

আরও সংবাদ