বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশু নিহত

রাজধানীর রূপনগরে বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় শিশুসহচ নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও সাত জন।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ বুধবার বিকেল ৩টার দিকে বেলুনে গ্যাস ভরানোর সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়। ঘটোনাস্থলেই পাঁচ শিশু মারা যায়। পরে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর আহত আরেক শিশুর মৃত্যু হয়।’

নিহতদের মধ্যে পাঁচ শিশুর নাম জানা গেছে। তারা হল- রমজান (১১), নুপুর (১০), রুবেল (১২), ফারজানা (৭), রিয়া (৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রূপনগর এলাকার ১১ নম্বর সড়কের মাথায় মনিপুর স্কুলের পাশে বিস্ফোরণটি ঘটে। বেলুনে গ্যাস ভরানোর সময় শিশুরা সেখানে জড়ো হয়েছিল। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে গেছে।

ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরণের ধাক্কায় নিহতদের লাশ ছিন্নভিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দ শোনার পর তারা দেখেন যে ১০-১২ জন পড়ে রয়েছে। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১৪ বছরের মধ্যে।

বিস্ফোরণের সময় পাশেই ছিলেন শরিফ মাহমুদ। তিনি জানান, সকাল সাড়ে ১১টা থেকে এক লোককে সেখানে গ্যাস বেলুন বিক্রি করতে দেখেছিলেন তিনি। ঘটনার পর পুরো জায়গাটি রক্তে ভিজে যায়।

মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, তারা পাঁচটি মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছেন। দমকলের আরেকজন কর্মকর্তা জানান, নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।

রূপনগরের স্থানীয় এক নারী বলেন, হতাহত শিশুরা সবাই পাশের একটি বস্তির। আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল এমন শিশুও হতাহতদের মধ্যে রয়েছে।

বিস্ফোরণের পর বহু লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। এক সঙ্গে এত শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ