ট্রাকে তেরপালের নিচে লুকিয়ে তাদের যাত্রা!

লকডাউন পরিস্থিতিতেও প্রতিদিন নানা উপায়ে চাঁপাইনবাবগঞ্জে আসছে দেশের বিভিন্নস্থানে আটকে পড়া মানুষ।

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশদ্বার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সীমানা এলাকা দ্বারিয়াপুরে জেলা পুলিশের চেকপোস্টে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে একটি ট্রাক থেকে চার যাত্রীকে আটক করা হয়। প্রচণ্ড গরমেও এরা ট্রাকে তেরপালের নিচে লুকিয়ে ঢাকা থেকে যাত্রা করেছিল।

আটককৃতদের মেডিক্যাল টিমের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ পিটিআই সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে।

এসময় করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি সতর্কতা অমান্য করে যাত্রীবহন করায় ওই ট্রাকটিকেও আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চেকপোস্টে থাকা জেলা পুলিশের পরিদর্শক মো. খলিলুর রহমান। তিনি ও ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলামসহ ১২ সদস্যের দল চেকপোস্টে তল্লাশিকালে এদেরকে ট্রাকের তেরপালের নিচে লুকিয়ে থাকতে দেখেন।

২৪ ঘন্টা এই চেকপোস্টে ১২ সদস্যের একটি দল কাজ করছে বলেও জানান তিনি।

সরজমিনে গিয়ে দেখা যায়, ট্রাকের বডির ভেতর মালামাল, তার উপরে মানুষ শুইয়ে দিয়ে উপরে ট্রাকের তেরপাল দিয়ে ঢেকে দেয়া হয়। যেন বাইরে থেকে বোঝা না যায়। সামান্য একটু ফাঁক রাখা হয়, যেন বাতাস আসা-যাওয়া করে। কিন্তু রোদের যে প্রচণ্ড তাপ, তাতে যে কোন সময় গরমে ওই ৪জন মানুষ মারাও যেতে পারতো।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ