আজমিরীগঞ্জে ত্রান পেলেন ৫ শতাধিক অসহায় মানুষ

ছবিঃ এশিয়াবিডি

সম্প্রতি সারা বিশ্বের মতো দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাব বিস্তার বাড়তে থাকায়, ঘরে আটকে থাকা অসহায় মানুষের মাঝে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়ের ব্যাক্তিগত উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে ৫ শতাধিক অসহায় দুস্হ্যদের মধ্যে ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে স্থানীয় সদর ইউনিয়েনর বিরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয় ৷

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ- বানিয়াচুঙ্গ)আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খাঁন, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ৷

এসময় সাংসদ আব্দুল মজিদ খাঁন ত্রাণ বিতরনের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারনকে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রাখা, অহেতুক বাহিরে বের না হওয়া, সরকারী আদেশ মেনে চলা সহ সচেনতামুলক বক্তব্য প্রদান করেন ৷

তিনি আরো বলেন বর্তমান সরকারের প্রচেষ্টায় কেউ অভুক্ত থাকবে না, পর্যায়ক্রমে সবার ঘরে ত্রাণ পৌঁছানো হবে,এসময় তিনি সরকারের পাশাপাশি দেশের এই দুঃসময়ে সমাজের বিত্তবানদের অসহায় দুস্হ্য মানুষের পাশে দাড়ানোর আহবান জানান৷

এ ব্যাপারে যুবলীগের আহবায়ক বাবলু রায় এশিয়াবিডিকে বলেন,দেশের এই কঠিন সময়ে আমি আমার সাধ্যমতো ক্ষুদ্র আকারে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছি আশা রাখছি ভবিষ্যৎ ও এই কার্যক্রম অব্যাহত রাখবো ৷

এশিয়াবিডি/মিলাদ/সাইফ

আরও সংবাদ