তাদেরকে নিয়ে আতংকে আজমিরীগঞ্জবাসী!

নোভেল করোনা ভাইরাস (কেভিড-১৯) আতংকে ঢাকা- নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন স্হান থেকে হবিগঞ্জের আজমিরীগঞ্জে লোকজন আসা থামছে না। ঢাকা – নারায়নগঞ্জ থেকে ফেরত আসা লোকজনের কারণে এলাকার সাধারণ মানুষের মাঝে করোনা আতংক বিরাজ করছে।

স্হানীয় এলাকাবাসী আতংকে প্রশাসন সহ সংবাদকর্মীদেরকে মোবাইল ফোনে ঢাকা-নারায়নগঞ্জ ফেরতদের ব্যপারে অবগত করছেন।

শনিবার সন্ধ্যায় আজমিরীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের আজিমনগর (লম্বাহাঠি) নতুন বাড়িতে ঢাকার নারায়নগঞ্জ থেকে একটি পরিবার ৫ সদস্য নিয়ে এবং সিলেটের জাফলং থেকে একটি পরিবার দুইজন সদস্য নিয়ে ফেরত আসে। এসময় স্থানীয় গ্রামবাসী থানায় সংবাদ দেন ৷

সংবাদ পেয় আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিদুল ইসলাম এলাকাবাসীর সহযোগীতায় নারায়নগঞ্জ ফেরত পরিবারকে ঘরে তালা দিয়ে কোয়ারেন্টাইনে এবং সিলেট ফেরত পরিবারকে ১৪দিনের হোম কোয়রেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেন।

এ ব্যপারে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিদুুল ইসলাম ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে হোম কোয়রেন্টিনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে অবগত করা হয়েছে ৷ খুব শীঘ্রই তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে স্বাস্হ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে ৷

এশিয়াবিডি/মিলাদ/সাইফ

আরও সংবাদ