ছবিঃ রোজা রেখেও কৃষকের ধান কাটতে মাঠে জাকির

মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সব কিছু থমকে গেছে। এখন চলছে বোরো ধানের মৌসুম। তবে ধানের ফলন ভালো হলেও করোনা আতঙ্কে শ্রমিকদের সঙ্কট দেখা দিয়েছে। যার কারণে কৃষকরা সময়মতো ধান তুলতে পারছেন না। ঠিক এই ক্রান্তিলগ্নে এশিয়ার সর্ব বৃহৎ হাওর হাকালুকিতে কৃষকদের পাশে দাড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। রোজা রেখেও নেতাকর্মীদের নিয়ে ঝাপিয়ে পড়েন ধান কাটতে। ছবিগুলো হাকালুকি হাওর থেকে গতকালের তোলা।

ধান কাটছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি এস এম জাকির হোসাইন। ছবি: এশিয়াবিডি
সোনালী ফসলের মাঠে জুড়ীর নেতাকর্মীদের নিয়ে ধান কটছেন জাকির। ছবি: এশিয়াবিডি
এভাবে চড়াই-উৎরাই পেরিয়ে রোজা রেখেও কৃষকের পাশে জাকির হোসেনসহ জুড়ী ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: এশিয়াবিডি

এশিয়াবিডি/কামরান/মারুফ 

আরও সংবাদ