জুড়ীতে পোল্ট্রি ফার্মে হামলার প্রতিবাদে মামলা

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম বাছিরপুর (আমতৈল) গ্রামে একটি পোল্ট্রি ফার্মে হামলার ঘটনায় জুড়ী থানায় একটি মামলা হয়েছে।

শনিবার খামার মালিক দীনবন্ধু সেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোঈদ ফারুককে প্রধান আসামী করে ১২ জন ও অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

উল্লেখ যে, শুক্রবার (১ মে) রাতে পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে দীনবন্ধু সেনের একটি লেয়ার পোল্ট্রি খামার ভাঙ্গচুর করে লন্ডভন্ড করা হয়েছে ।

দীনবন্ধু সেন মামলারবাদী অভিযোগে উল্লেখ করেন, গত ১ মে রাতে পিস্তল হাতে উপজেলা চেয়ারম্যান ফারুকের নেতৃত্বে আসামীগণ দেশীয় অস্ত্রসহ তার খামারে হামলা, ভাঙচুর, লুটপাট, ক্ষতিসাধন করেন এবং তাকে হত্যা করার হুমকি দেন। এতে তার প্রায় ৯ লাখ টাকার ক্ষতি সাধন হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্বীন বন্ধু সেন বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ