বিদ্যুৎ সংযোগের নামে লাখ টাকার বাণিজ্য!

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে বিদ্যুৎ-সংযোগ দেয়ার নামে লাখ লাখ টাকা বানিজ্যের অভিযোগ উঠেছে। মিটার প্রতি ৬০০০থেকে ৭৫০০ হাজার টাকা করে দিলেও মেলেনি বিদ্যুৎ সংযোগ।

এলাকাবাসীর অভিযোগ গ্রামের ১৪০ টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে গত পাঁচ বছর ধরে টাকা তুলেছে দালালচক্র।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, ঘোগড়ারপাড় গ্রামের আব্দুল গফুর, তোফায়েলসহ কতিপয় দালাল প্রত্যেক গ্রাহকের কাছ থেকে টাকা উত্তোলন করেছে। এগার লক্ষাধিক টাকা উত্তোলনের পরেও বিদ্যুৎ সংযোগ দেয়ার খবর নেই। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, কিছু টাকা বাকি থাকায়, আমার ড্রপ-তার খুলে নিয়ে যায় গফুরের লোকজন।

নাম বলতে অনিচ্ছুক কয়েকজন বলেন, সংযোগের ব্যাপারে বলতে গিয়ে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন তারা।

স্থানীয় বাদশা মিয়া জানান, তিনি ঢাকায় থাকেন। প্রথম ধাপে ৬০০০ টাকা পাঠানোর পরে আবার গফুরের চাপে বিকাশ নাম্বারে ২০০০ টাকা পাঠান তিনি। এরপরও সংযোগ না পেয়ে দালালদের বিচার দাবি করেন তিনি। এলাকার মসজিদে নামাজ আদায় কারি মুসুল্লিরা বলেন, টাকা দেয়া হয়নি বলে মসজিদেও লাইনের ব্যবস্থা করা হয়নি।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ এর সহকারী জেনারেল ম্যানেজার তুহিনুর রেজা বলেন, অভিযোগ পেয়েছি, সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এশিয়াবিডি/সাইফ/জাকারিয়া

আরও সংবাদ