পারিবারিক কলহের জেরে মারামারি; গুরুতর আহত দুইজন

ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের থলুয়াপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে।

পরপর দুই দিনের মারামারিতে মহিলাসহ পাঁচজন আহত হয়েছেন।

জানাযায়, পৈতৃক জমি নিয়ে বিরোধ লেগেছিল আনসার সদস্য তোফাজ্জল ও তার ভাইদের মাঝে। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই তর্কবিতর্ক, কথা কাটাকাটি চলতো।

শুক্রবার (১৯ জুন) মালিকানা নিয়ে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সকালে তোফাজ্জল ও তার স্ত্রী কিসমত আরার সাথে সাথে মোফাজ্জলের পরিবারের ঝগড়া হয়। ঝগড়া মারামারিতে রূপ নিলে উভয় পক্ষের পাঁচ-ছয় জন আহত হয়। এ সময় মোফাজ্জলের স্ত্রী সাবিনা ইয়াসমিনের মাথা ফেটে গেলে তাকে গুরুতর আহত অবস্থায় ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

শনিবার (২০ জুন) সকালে পুনরায় মারামারি হলে মোফাজ্জলের পক্ষের মিরাশ উদ্দিনের মাথা ফেটে যায় বলে জানাযায়।
এ বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে, না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এশিয়াবিডি/কামরান/সৌরভ
আরও সংবাদ