দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ


উম্মা আপীল ইউকে কর্তৃক, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নে,বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করা হয়। উপজেলার দারুল হেরা দাখিল মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানিক্তার মধ্য দিয়ে এ ত্রান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ত্রানকার্যক্রমের প্রধান সমন্নয়ক শাহজালাল জামেয়া পাঠাটুলা (সিলেট) অধ্যক্ষ লুৎফর রহমান হুমায়দী। আব্দুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস,বক্তব্য রাখেন উম্মা আপীল ইউকে এর বাংলাদেশ প্রতিনিধি এমদাদ আহমদ রবিঈ,ইমরান মোহাম্মদ নাজিম। এছাড়াও বক্তব্য রাখেন চ্যানেল এস প্রতিনিধি সাংবাদিক রাজ উদ্দিন রাজ,পীরপুর উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও একে এম ফরিদ উদ্দিন, প্রান্তক জনপদের সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, এমবিবিএস শিক্ষানবিশ মুজতবা তামীম আল-মাহদী,মাও দেলোয়ার হোসেন প্রমুখ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতে মাধ্যমে সভাটির আনুষ্ঠানিকতা শুরু করে। ২শত ৮ জন মানুষের মধ্যে দুই লক্ষাধিক টাকার ত্রান বিতরণ করা হয়।

এশিয়াবিডি/কামরান/ইসমাইল 
আরও সংবাদ