কবিতাঃ ‘অধরা’

অধরা

শম্পা দত্ত দাশগুপ্ত

হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি
জানি নে , ঠিক জায়গাটি কোথায় ,
ঠিক সময় কখন, চিনবে কেমন করে
সেই নারী তো ছায়া রূপে
গেছে তোমার অভিসারে
চোখ এড়ানো পথে ।
সেই অজানাকে কত বসন্তে
পরিয়াছ ছন্দের মালা
শুকোবে না তা কোনদিন ।।
সে লিখবে বসে তোমায় চিঠি
রগিনীর আবছায়ায় বসে
তুমি জানবে না তার ঠিকানা ।
সে থাক তোমার সুরের দুুরত্বে ।

কবিঃ কলকাতা, ভারত থেকে

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ