কবিতাঃ আমার ভস্ম

আমার ভস্ম

মোঃ জিয়াউল হক

এই যে শুনছেন
অনেক তো বেলা হলো, এবার যাই
আজব! হাসছেন কেন?
ঐ যে আপনি, তারপর তুমি, আবার আপনি,
আসলে এই শব্দগুলোর ওজন আছে,
জানেন কিসের ওজন?
দূরত্ব ও কাছের সম্পর্ক বুঝার ওজন,
সেই সাথে একটা দর্শন খুঁজে পাই
ভাঙন আর গড়ার, দ্রোহ আর বিস্ময়ের।

আচ্ছা আমার এতো জটিল কিছু মাথায় ধরে না
এইবার আমি যাই

যেতেই যদি চান তবে চলে যান
আমি বাধা দিয়ে বিরক্তির কারণ হতে চাই না,

হুম, বিরক্তি; আর কতো এমন ডায়ালগ মারবেন
এই চিরকুটটি ছুড়ে মারলাম মুখে, পারলে পড়ে নিয়েন।

আমি আগ্রহ ভরে চিরকুটটি পড়লাম
আর চৈতির এক পা দু পা এগিয়ে যাওয়ার ধীর গতি দেখলাম।
চিরকুটে যা লেখা ছিলো,
“আমি ভেবেছিলাম আজ আবার আমরা “আপনি” থেকে “তুমি” হবো
পারলাম না! তোমার এমন অগোছোলো জীবনকে গোছালো পথে আনতে,
তোমার ভুল দর্শনকে শুদ্ধ দর্শনে ফিরিয়ে আনতে।”
আমি চৈতীর ধীর গতি দেখছিলাম,
সম্ভবত সে ভেবেছিলো আমি তাকে ফিরাবো
না, আমি তাকে ফিরাই নি।
আমার শুকনো হৃদয় এখন বিরান ভূমি
আমার ভস্ম আমিই দেখছি শুকনো ঘাসে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ