ধোবাউড়ায় নানা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করলেন সাংসদ জুয়েল আরেং

ময়মনসিংহের ধোবাউড়ায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের শুভ উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ ১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
সোমবার সকাল ১০টায় জাতীয় শ্রমিক লীগ ধোবাউড়া উপজেলা শাখার আহ্বায়ক জালাল উদ্দিন সোহাগের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা সাংসদ জুয়েল আরেং কে স্বাগত জানায়। এরপর জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন জুয়েল আরেং। পরে উপজেলা পরিষদের মাসিক সভায় অংশগ্রহণ শেষে ধোবাউড়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজের উদ্বোধন এবং সুতিয়া নদীর ব্রীজ হতে সাদুয়ারকান্দা গ্রাম পর্যন্ত হেরিং বন্ড রাস্তার উদ্বোধন করেন তিনি। দুপুরে দর্শা মসজিদ মাঠে আয়োজিত বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে সুইচ টিপে বাতি জ্বালিয়ে বিদ্যুতের উদ্বোধন করেন সাংসদ জুয়েল আরেং। বিকালে মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন, সিঙ্গুরা রব মেম্বারের বাড়ি হতে সিঙ্গুরা চৌরাস্তা পর্যন্ত এইচবিবিকরণ উদ্বোধন ও সিবানন্দখিলা হতে ঘোষগাও পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ জুয়েল আরেং।

গতকাল ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ও নতুন এক্স রে উদ্বোধন করার পর দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা ও ধোবাউড়া ইউনিয়নের কয়েকটি রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম তুলা, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জালাল উদ্দিন সোহাগ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খান বিপ্লব, বরকত উছমান, জামাল উদ্দিন, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান সাকিব প্রমুখ।

এশিয়াবিডি/কেকে/জাকারিয়া
আরও সংবাদ