ছাত্রলীগ নেতার নেতৃত্বে ব্যালটে অবৈধ সীল, ধাওয়া পাল্টা ধাওয়া

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদের নেতৃত্বে ভোট কেন্দ্র দখল করায় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় কিছু সময় ভোট গ্রহণ বন্ধ রাখে কর্তৃপক্ষ।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ৫নং ওয়ার্ডে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় (উছলাপাড়া আংশিক, দক্ষিণবাজার ও দক্ষিণ রেলওয়ে কলোনী) কেন্দ্রে ঘটনাটি ঘটে।

এশিয়াবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে।

স্থানীয় গণমাধ্যম কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুমেল আহমদ বেশ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ব্যালট পেপার (নৌকা প্রতীক) অবৈধ সীল দেন। এসময় বিরোধীরা বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে বলেন, কিছু দুষ্কৃতিকারী ব্যালট পেপারে সীল মারে। পরে সাময়িক ভোট গ্রহণ বন্ধ রেখে অবৈধ সীল মারা ব্যালটগুলো বাতিল করা হয়। কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ শুরু হচ্ছে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভোট গ্রহণ শুরু হচ্ছে।

উল্লেখ্য, দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদের নেতৃত্বে ৯নং ওয়ার্ডে লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (চানপুর, জগন্নাথপুর, মমরেজপুর ও লস্করপুর আংশিক) ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেন।

এশিয়াবিডি/কামরান/সাইফুল্লাহ
আরও সংবাদ