অবৈধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ

আনোয়ারায় মৎস্য অধিদপ্তরের অভিযান

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করে ৬০কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল সাড়ে চার টার দিকে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হকের নেতৃত্বে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব মাছ উপজেলার সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরীর নির্দেশে স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক এবং মালঘর বাজার কমিটির সভাপতি দাহারুল আলম ও বাজার কমিটির সিনিয়র সদস্য আবু ফয়েজ,

অভিযানের বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হকে বলেন, আজ বিকালে উপজেলা হাইলধর ইউনিয়নের মালঘর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এবং এসময় ৬০কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ৩টি এতিমখানায় বিতরণ করা হয়।

এশিয়াবিডি/ জাহিদ হাসান হৃদয়/ এমকে

আরও সংবাদ