মৌলভীবাজারে হতে যাচ্ছে ইউকে এডুকেশন এক্সপো!

স্টাডি সলোশন্স মৌলভীবাজারের উদ্যোগে ৩০ শে মার্চ সকাল (১০ টা থেকে সন্ধা ৬ টা) পর্যন্ত বেঙ্গল কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। এতে ছাত্র-ছাত্রীদের সরাসরি সাক্ষাতের সুযোগ থাকবে ইউকের কয়েকটি ইউনিভার্সিটির প্রতিনিধি এবং ব্যারিষ্টারদের সাথে।

উচ্চ শিক্ষায় যেতে আগ্রহী ছাত্র-ছাত্রীরা সঠিক গাইড লাইনের অভাবে বিভিন্নভাবে বিভ্রান্ত হন বা সমস্যার সম্মুখীন হন। অনেক ক্ষেত্রে লক্ষ করা যায় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন এজেন্সির সাথে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হন। অথচ স্টুডেন্ট ভিসার জন্য এজেন্সির সাথে টাকা পয়সা লেনদেন করার কোন প্রয়োজন নেই। এক্সপোতে উচ্চ শিক্ষায় যেতে আগ্রহীরা এসব বিষয়ে ক্লিয়ার ধারনা পাবেন।

এছাড়াও স্টুডেন্টসদের জানার আগ্রহ থাকে তাদের একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করা উত্তম হবে। কোনটিতে কত স্কর্লারশিপ পাবে। ইত্যাদি বিষয় নিয়ে সরাসরী সাক্ষাৎ করার সুযোগ এবং স্পট এডমিশনের ব্যাবস্থা। এক্সপোটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ