আজ থেকে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ

আনুষ্ঠানিকভাবে আজ (১ জানুয়ারি) থেকে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ করে দিয়েছে ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি।

গত বছরের ৩০ এপ্রিল উইন্ডোজ ব্যবহারকারীরা ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামে ঢোকার সুযোগ হারান এবং জুলাই মাসে মাইক্রোসফট স্টোর থেকেও অ্যাপটিও সরিয়ে ফেলা হয়।

উইন্ডোজ ফোনের সঙ্গে সঙ্গে চলতি বছরের ১ ফেব্রুয়ারি অ্যান্ড্রয়েড ২.৩৭ ও আইওএস ৭ এর চেয়ে পুরনো সংস্করণেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ