আড়াইশো কোটি ছাড়াল ফেসবুক ব্যবহারকারী

সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়েছে। গত বুধবার (২৯ জানুয়ারি) ফেসবুক এ ঘোষণা দিয়েছে।

গত বছরের শেষ প্রান্তিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪৫ থেকে বেড়ে ২৫০ কোটিতে পৌঁছায়। এতে ফেসবুকের আয় বেড়েছে এবং শেয়ারের মূল্য কমেছে ৬ শতাংশ।

আইএনএস জানায়, ১৬২ কোটি থেকে রোজ ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১৬৬ কোটিতে দাঁড়িয়েছে। অবশ্য গত বছর এই বৃদ্ধির হার ছিল ২ শতাংশ।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, খুব ভালো একটি বছর পার হয়েছে। ব্যবসা ও কমিউনিটি ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু যেখানে আগের বছর ৬১ শতাংশ নিট আয় বৃদ্ধি পেয়েছিল, সেখানে এ বছর মাত্র ৭ শতাংশ বেড়ে ৭৩০ কোটি ডলার হয়েছে।

এছাড়া ২৫ শতাংশ রাজস্ব বেড়ে ২ হাজার ১০৮ কোটি ডলারে পৌঁছেছে। আর গ্রাহকরা শেয়ার প্রতি ২ দশমিক ৫৬ ডলার আয় করছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ