কবিতা: ‘একুশ আমার’

ছবিঃ এশিয়াবিডি

‘একুশ আমার’

—শফিকুল আলী

গৌরবময় ঐতিহাসিক দিন
বিশ্বের বিশ্ময় তুলনা বীহিন।।
একুশ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশ আমার বর্ণমালার বৈচিত্রে সাজানো,
একুশ আমার হৃদয়স্পর্শী বীণ।

একুশ আমার অহংকারের মুকুট
একুশ আমার ছোট্ট বোনের রাঙ্গানো ঠোঁট।।
একুশ আমার বাকস্বাধিনতা করেছে স্বাধিন।

একুশ আমার চেতনার উন্মেষ
একুশ আমার হাতেখড়ি বেশ।।
একুশ আমার হারহদ্দ সারাবেলা সারাদিন।

একুশ আমার স্বাধিকারের চেতনায় উজ্জীবিত স্রোতধারা
একুশ আমার মুক্তিপাগল বাঙ্গালিদের যুদ্ধে পাগর করা।।
একুশ আমার প্রেরণার অর্বাচীন।

একুশ আমার জাতীয়তাবোধের অতন্দ্র প্রহরী
একুশ আমার সব বিজয়ের মূল কান্ডারী।।
একুশ আমার ভালোবাসার দিন।

লেখক: তরুণ কবি

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ