নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে টুইটার
টুইটার নতুন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে টুইটার। এতে কিছু কিছু টুইট ২৪ ঘণ্টার মধ্যে গায়েব হয় যাবে বা হারিয়ে যাবে। বুধবার (৪ মার্চ) এমনটাই ঘোষণা দেওয়া হয় টুইটারের পক্ষ থেকে। নতুন এই ফিচারটির নাম ফ্লিটস। এটি স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রামের বিলীন হয়ে যাওয়া ফিচারের মতোই। পরীক্ষামূলক কার্যক্রমটি আপাতত ব্রাজিলে পরিচালিত হচ্ছে।
নতুন এই ফিচারটি #আরআইপিটুইটারে প্রচারিত হচ্ছে। ব্যবহারকারীরা সমালোচনা করে বলছেন এটি অন্যান্য সাইটের মতোই হয়ে গেলো।
টুইটারের পণ্য বিভাগের প্রধান কেভন বেইকপোর বলেন, নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা এমন কিছু পোস্ট করতে পারবেন যা তারা জনসমক্ষে প্রকাশ করতে চান না।
বিবিসি জানায়, ব্যবহারকারী তার প্রোফাইল ছবিতে ক্লিক করলে হারিয়ে যাওয়া মেসেজগুলো দেখতে পাবেন। ব্যবহারকারীরা এই মেসেজগুলোতে রিপ্লাই, লাইক বা পাবলিক পর্যায়ে কোনও মন্তব্য করতে পারবেন না।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ