কবিতা: “নির্লজ্জ”
“নির্লজ্জ”
—শফিকুল আলী
আমি নির্লজ্জ
নির্লজ্জ আমার চোখ,
একটা মেয়ে রাস্তা দিয়ে হেটে গেলে
সেকেন্ডে কত যে স্বপ্ন আকেঁ মন দেয়ালে।
আর কুকুরের মত লালা জরায় বাজে ভাবনায়,
একটুও ভাবিনা সে কারো না কারো আদরের মেয়ে,
স্নেহের বোন কিংবা জীবনের মূল্যবান সম্পদ সবচেয়ে।
নির্লজ্জ আমার নৈতিকতা,
সব কিছুতে রহস্য খুঁজে বেড়ায়।
প্রয়োজনে অপ্রয়োজনে যে কারো বেলায়।
কারণ নির্লজ্জ আমার সমাজ,
নির্লজ্জ আমার সমাজ ব্যবস্থা।
আমরা জাতি হিসেবেও নির্লজ্জ ,
কারণ আমরা গুনিজনের কদর করতে জাননিা,
আমরা সমালোচনাই করি, সম্মান করতে জানিনা।
নির্লজ্জ আজকের আলেম সমাজ
কাদা ছড়াছরিই এখন তাদের মুল কাজ।
নির্লজ্জ আমার দেশের সমাজসেবিরা,
নির্লজ্জ সমাজপতিরা।
দু’চার’শ টাকার বিনিময়ে পতিতার পুরো দেহ ভোগ করা যায়
আমার দেশের পতিতাই কি শুধু নির্লজ্জ ?
যারা পতিতাদের ভোগ করে তারা কি নির্লজ্জ নয়?
সমাজসেবিদের চোখে কি এসব পড়েনা?
পুলিশ এদেশের সবচেয়ে বড় নির্লজ্জ ,
তাদের ডিকশনারিতে মানবতা, প্রেম, নৈতিকতা
আর দয়া নামের কোন শব্দ নেই।
নির্লজ্জ এদেশের তরুণ-তরুণীরা
অবাধে মেলামেশায় লিপ্ত থাকে পার্কে, রেস্টূরেন্টে,
আমি কার দুষ দেব?
কারণ আরো বড় নির্লজ্জ আমার দেশের অভিবাবকরা।
একটুও খুঁজ নেন না ,
ছেলে কোথায় যায় কিংবা মেয়ে কোথায় যায়।
…চলবে
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ