কবিতাঃ ভাবনা
ভাবনা
তাহমিদ আনওয়ার
কম সময়ে ভাবি বসে আমি অনেক কিছু,
হয়তো তাহা হবে উঁচু কিংবা খানিক নিচু।
যাহা ভাবি নির্জনেতে লাগে যে ভিন্ন রূপ,
সত্যিকারে একটিও তাহার নেয়না পূর্ণরূপ।
খানিক বাদে ভাবনা আমার কি হবে যে দিন শেষে,
তাহা’ই ভেবে আনমনে হই যে অবশেষে।
কি আর করা? পাইনা ভেবে যাই তখনই জায়নামাজে,
সব করুণা চাই যে হেতায় আখেরি মুনাজাতে।
এশিয়াবিডি/মারুফ/কামরান