কবিতাঃ খুন

খুন

আবদাল মাহবুব কোরেশী

 

পেট’টা যে আর মানছে না-গো
কই পামু সেই সুখ
ভাত দে ব্যাটা ; শালার পুত
লাগছে ভিষম বোক !

ফাঁকা বুলি হাওয়ায় ছাড়ো
সস্থা বাজার পেতে
আজকে নিয়ে দশ পেরোলো
পাই নি খাবার খেতে !

চাল চোরা আর তেল চোরা
চুর চেয়ারম্যান আজ
কম্বল চুরির অভিজ্ঞতা-
একটুও নাই লাজ !

লকডাউনে লক লেগেছে
বউ-বাছা আর বোন
আমার আহার কেড়ে নিয়ে-
রাষ্ট্র করে খুন !!

লেখকঃ বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ