রনি নামের একটি মেয়ে হারিয়ে গেছে
মৌলভীবাজারের রাজনগর থানার মুন্সিবাজার এলাকা থেকে রনি আক্তার নামে এক মেয়ে হারিয়ে গেছে। রনি এর বয়স ১৬ বছর। তার বাবার নাম মোঃ আহাদ মিয়া।
রনি গত ২৫ জানুয়ারি, ২০২২ রাত অনুমান ১০টায় রাজনগর থানার মুন্সিবাজার ইউনিয়নের বাঙ্গালীয়া (কোনারবাড়ী) এলাকায় নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়।
তাকে খুঁজে না পাওয়ায় তার মা ৩০ জানুয়ারি, ২০২২ রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-১৪৩০।
রনির গায়ের রং শ্যামলা, মূখমন্ডল গোলাকার। তার উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে সবুজ কামিজ ও লাল পায়জামা ছিলো।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত (রনি) এর সন্ধান জেনে থাকলে তার মা বেবী বেগম (০১৭৪৬২৮৪০৩১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান