মোবাইলে ৪ দিন সক্রিয় থাকতে পারে করোনা ভাইরাস

মরণব্যাধি নভেল করোনা ভাইরাস সারা বিশ্বে থাবা বসিয়েছে। এরই জেরে দুশ্চিন্তায় চীনসহ ৭০টিরও বেশি দেশের মানুষের ঘুম উড়ে গেছে। এমন পরিস্থিতিতে একটি ভিডিও এর মাধ্যমে ফোনের স্ক্রিনে করোনা ভাইরাস ৪ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লুইএফ) যে ভিডিওটি শেয়ার করেছে তাতে প্রথমেই জানানো হয়েছে, আপনার ফোন যদি করোনা ভাইরাসের সংস্পর্শে আসে তাহলে তা ৪ দিন পর্যন্ত সক্রিয় থাকে। তাই মোবাইল ফোন ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে নিন। কারণ প্লাস্টিক বা স্টেনলেস স্টিলে বেশ কিছুদিন করোনা ভাইরাস বেঁচে থাকতে পারে। এর সঙ্গে নিজের হাত পরিষ্কার করতেও ভুলবেন না।

তারা আরেকটি ভিডিওতে জানিয়েছে, কাঁচে সার্স ভাইরাস ৯৬ দিন সক্রিয় থাকতে পারে। সার্সের মতোই করোনা ভাইরাস। করোনা ভাইরাস কোনো মেটাল, রাবার ও প্লাস্টিকের ওপর ১ থেকে ৯ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে হাইড্রোজেন পার অক্সাইড, ইথানল ও সোডিয়াম হাইপোক্লোরাইটের সংস্পর্শে এলে ১ মিনিট পর্যন্ত সক্রিয়তা থাকে এই ভাইরাসের।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ