মাহিয়া জান্নাত মীমে’র ৩য় তম জন্মদিন পালন

শাহজালাল প্রবাসী সংগঠন লেবানন,আলাই শাখার সভাপতি, মোঃ শানূর মিয়া’র মেয়ে মাহিয়া জান্নাত মীম’র ৭ মার্চ শনিবার রাত ৯টায় কেক কেটে ৩য় তম জন্মদিন পালন করা হয়।
জন্মদিনের শুভ কামনা ও শুভেচ্ছা জানিয়েছেন মাহিয়া জান্নাত মীম,’র বাবা-মা,মোছাঃ লিপি বেগম,দাদা, নানা-নানি,বড় ফুপি, ,খালা-খালু।এসময় উপস্থিত ছিলেন,মোঃলেবু মিয়া,আব্দুস শহিদ,হেলাল আহমদ,আবদুল আজাদ পাশা,দিলোয়ার আহমদ,দুলাল আহমদ,সুমন আহমদ, জাহাগীর আহমদ,আলগীর মিয়া,দুলাল মিয়া,রজ্জাক মিয়া,

শাহজালাল প্রবাসী সংগঠন লেবানন প্রবসী কেন্দ্রীয় কমিঠির’র পক্ষ থেকে মাহিয়া জান্নাত মীম’র এর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা আল্লাহ যেন তাকে হাজার বছর হায়াত দান করে সেইসাথে সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসাবে গড়ে তোলেন এই কামনা করি আমরা সকলেই
হাজার ভিড়ের মাঝে হোক তোমার একটা আলাদা পরিচয়…
দুঃখ যেন তোমায় ধরা না দেয়,
সবসময় যেন তোমার থাকে ভালো সময়….
এই কামনায় তোমাকে জানাই শুভ জন্মদিন….

সূর্যের মতন উজ্জ্বল হও,
সাগরের মতন হও চঞ্চল
আকাশের মতন উদার হও
আর ঢেউএর মতন উচ্ছল…
শুভ জন্মদিন।
এশিয়াবিডি/হেলাল/কামরান

আরও সংবাদ