কবিতাঃ বিয়ানীবাজার শহর
![]()
বিয়ানীবাজার শহর
অনিক সরওয়ার স্বাধীন
ছোট্ট একটি শহর মোদের
বিয়ানীবাজার তার নাম।
সেথায় আছে ছোট বড়
অনেক রকম গ্রাম।
এর চারিদিকে আছে
নানান রূপের বাহার।
সবুজে শ্যামলে ভরপুরতার
উচুঁ নিচু পাহাড়
এই শহরটি ঘেরা আছে
উচুঁ নিচু দালানে
সেগুলো আছে পূর্ণ হয়।
ঘরবাড়ি আর দোকান
দিনের বেলা এই শহরটি
সাজে কত না ঢংঙে
রাতে আলোকিত হয়।
চারিদিক রঙ্গিন
আলোর রংগে
বলতে গেলে লোকে বলে
শহরটি নাকি ছোট।
দেখতে গেলে দেখি মোরা
কথাটি হয় উল্টো।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান