মাকে ফেলে গেলো সন্তান, খাদ্যের অভাবে ছটফট
বাবাগো আমারে বাঁচাও৷ আমার ছেলেডাও আমারে রাইখা চইলা গেলোগা৷ পাঁচদিন ধইরা খাইয়া না খাইয়া খোলা আকাশের নিচে পইরা রইছি৷ আমারে তুমরা বাঁচাও৷ আমার ভাই দেশের জন্য যুদ্ধ করছে। এভাবেই কথাগুলো বলে কেঁদে কেঁদে বিলাপ করছিলেন ৭০ বছরের বৃদ্ধা গুলেছা…
