ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে চুনারুঘাট উপজেলার সর্বস্তরের মানুষের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষিঠত হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে চুনারুঘাট মধ্যবাজারে মানববন্ধন ও সমাবেশ থেকে তারা হুমকি দাতাদের দ্রুত সনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শ্রমিক নেতা আব্দুল কাদির সরকারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমানেরর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিসদ চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তরফদার, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, সাবেক চেয়ারম্যান রজব আলী, সাবেক ছাত্রদল নেতা সৈয়দ আবু নাইম হালিম, যুবলীগ নেতা রিমন লস্কর, যুবলীগ নেতা মাজেদুল ইসলাম লুবনা, ব্যাকস সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল, আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, সৈয়দা তাহমিনা বেগম, প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক ছাত্রনেতা সোহেল আরমান, জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান মাসুম, পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি আসিকুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।