অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফায়সাল আহম্মেদ দ্বীপের পিতা আর নেই
অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, বাংলাভিশনের ইউরোপ প্রতিনিধি সাংবাদিক ফয়সাল আহম্মেদ দ্বীপের পিতা মো. মোবারক হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৫টায় কুমিল্লার সদরের বামইলের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। মো. মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আগামীকাল রোববার সকাল ১১টায় বামইল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে সাংবাদিক ফায়সাল দ্বীপের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগরেফাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।