উত্তেজনার মধ্যে অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র আনল ইরান



সোলাইমানি হত্যার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। একে অপরকে হুমকি-পাল্টা হুমকি দিচ্ছে এ দুই দেশ। এর মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্র এনেছে ইরান।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ইরান নতুন এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করেছে। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

জানা গেছে, নতুন এই ‘রাদ-৫০০’ ক্ষেপণাস্ত্রে ‘যুহাইর’ নামের কম্পোজিট মোটর বসানো হয়েছে। এ ছাড়া ‘সালমান’ নামের আরেকটি কম্পোজিট মোটর প্রদর্শন করেছে ইরান, যা স্যাটেলাইটবাহী রকেটে ব্যবহার করা যাবে।

নতুন এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের সময় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি উপস্থিত ছিলেন।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘রাদ-৫০০’ ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত কার্বন ফাইবার তিন হাজার সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম। এই উপাদানের মাধ্যমে তৈরি মোটর ব্যবহার করায় ক্ষেপণাস্ত্রটির ওজন তুলনামূলকভাবে অনেক কম।

বিষয়টি নিশ্চিত করে ইরানের কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা বলেছেন, ‘ফতেহ-১১০’ ক্ষেপণাস্ত্রের চেয়ে নতুন ‘রাদ-৫০০’ ক্ষেপণাস্ত্রের ওজন অর্ধেক। তবে ‘ফতেহ-১১০’ ক্ষেপণাস্ত্রের চেয়ে এটি অনেক শক্তিশালী।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ