আমপাতা দূর করবে আঁচিল!

অনেকেরই পছন্দের ফলের তালিকায় রয়েছে আম। এই ফলটির স্বাস্থ্য উপকারিতাও অনেক। তবে শুধু আম নয়, এর পাতাও বেশ উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রে এই পাতার অনেক উপকারিতার কথা বলা হয়েছে।

আমপাতাতে রয়েছে ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ উপাদান। আঁচিল নিরাময়ে এই পাতা বেশ কার্যকর।

কীভাবে ব্যবহার করবেন?

কিছু কচি আমপাতা নিন। পাতাগুলো পুড়িয়ে কালো করে ফেলুন। এবার পোড়া আমপাতাগুলো গুঁড়ো করে নিন। সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। আমপাতার এই মিশ্রণ আঁচিলে লাগান।

নিয়মিত এই টোটকা কাজে লাগালে দ্রুত আঁচিল সেরে যাবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ