আলুতেই গায়েব ব্ল্যাকহেডস

মুখের সৌন্দর্যের একটি বড় সমস্যা হলো ব্ল্যাকহেডস। বেশিরভাগ মানুষের নাকের দুই পাশে ও মুখে ব্ল্যাকহেডস হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে স্ক্রাবিং, ফেসিয়াল, ক্লিনিং অনেক পদ্ধতিই কাজে লাগানো হয়। তারপরও সমস্যা যেন থেকে যায়।

ব্ল্যাকহেডস সমস্যা ও মুখের কালো দূর করতে জাদুকরী একটি উপকরণ হলো আলু। এই উপাদানটি দিয়ে তৈরি প্যাক ব্যবহারে ব্ল্যাকহেডস দূর হবে সহজেই।

প্যাক তৈরির নিয়ম

একটি মাঝারি মাপের আলু পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ছোট ছোট টুকরা করে কাটুন। এবার সঙ্গে মেশান ১ চামচ অ্যাপেল সিডার ভিনেগার ও পরিমাণমতো পানি। ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা মিশ্রণ আইস ট্রেতে ঢেকে ৩ থেকে ৪ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে ক্লিনজার বা সামান্য উষ্ণ পানি দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এবার বরফ হয়ে যাওয়া আলু ও অ্যাপেল সিডার ভিনেগারের মিশ্রণের টুকরো নিয়ে ত্বকের ওপর বিশেষত ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে ম্যাসেজ করুন।

দিনে দুই থেকে তিনবার এই পদ্ধতি কাজে লাগান। সপ্তাহ দুয়েকের মধ্যেই গায়েব হয়ে যাবে ব্ল্যাকহেডস সমস্যা।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ