দুধ আর কলা একসঙ্গে খেলেই বিপদ!
দুধ আর কলা দিয়ে মিল্কশেক বানিয়ে খেতে পছন্দ করেন অনেকেই। কেউ কেউ আবার ভাতের সঙ্গে এই দুটি উপাদান মিশিয়ে খান। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুধ আর কলা একসঙ্গে খেলে হতে পারে বিপদ। তাই এই দুটি উপাদান একসঙ্গে না খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।
হজমে সমস্যা হয়
কলা ও দুধ একসঙ্গে খেলে সহজে হজম হয় না। তাই শিশুরা দুধ ও কলা একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে।
সর্দি বা কাশি সমস্যা
শিশুকে রোজ দুধ আর কলার মিল্কশেক খাওয়াচ্ছেন? সর্দি, কাশি থেকে শুরু করে সাইনাসের সমস্যার কারণ হতে পারে এটি।
কফ বাড়ায়
শরীরকে ঠান্ডা করে দেয় দুধ ও কলা। আর তাই এটি খেলে শরীরে কফের প্রভাব বেড়ে যায়।
শ্বাসকষ্ট
যারা শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন তাদের এই মিল্কশেক না খাওয়াই ভালো। এটি সমস্যা আরও বাড়িয়ে দেয়।
গর্ভাবস্থায়
গর্ভবতী নারীরা ব্যানানা মিল্কশেক খাবেন না। এটি শরীরে টক্সিনের পরিমাণ বাড়িয়ে দেয়।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ