টেকনাফে জাতীয় বীমা দিবস পালন

‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ এ স্লোগানকে সামনে নিয়ে টেকনাফে জাতীয় বীমা দিবস-২০২১ পালন করা হয়েছে।

সোমবার (১ মার্চ) দুপুরে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে বীমা কোম্পানীর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

টেকনাফে পৌরসভার নাইট্যং পাড়া বাস টার্মিনাল থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ হয়।

পরে নাইট্যং পাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কোম্পানির অফিসে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশন্যাল লাইফ ইনসুরেন্সের কক্সবাজার জেলার সহকারী রিজিওনাল ইনসার্জ মোঃ আজিজুর রহমান, টেকনাফ শাখার হিসাব রক্ষক আব্দুল্লাহসহ, বীমা কোম্পানির কর্মকর্তা-কর্মচারিসহ নানা শ্রেণি পেশার মানুষসহ গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, ১৯৮৫ সালে ২৩ এপ্রিল দেশের সর্ব প্রথম জীবন বিমা কোম্পানী হিসেবে ন্যাসনাল লাইফ এর যাএা শুরু করে বর্তমানে দেশের সর্ব বৃহৎ বিমা প্রতিষ্ঠান হিসেবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। সভায় মানব জীবনে বিমার গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এশিয়াবিডি/ আরাফাত সানি/ এমকে

আরও সংবাদ