আনোয়ারায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (০১ মার্চ) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামে এই ঘটনা ঘটে।

দক্ষিণ ইছাখালী গ্রামের ওহিদুল আলম বুলবুলের ২ সন্তান রিতু আক্তার (৮) ও হামদান (২) এরা দুজন বাড়ির আঙ্গিনআয় পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে মারা যায়।

চাচা সম্পর্কিত শওকত নামের এক স্থানীয় জানায়, নিহত রিতু এবং হামদান বিকেলে বাড়ীর পেছনের পুকুরে পাড়ে খেলা করছিল। ধারনা করা হচ্ছে খেলার সময় রিতুর ছোট ভাই হামদান পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে রিতু ও পুকুরে পড়ে যায় । বিকাল ৪টার দিকে হামদান এর দেহ পুকুরে ভাসতে দেখা গেলে তাকে উদ্ধার করে আনোয়ারা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে রিতুকে না পেয়ে তাকেও খুজাখুজি শুরু হয়। খোজাখুজির এক পর্যায়ে রাত সাতটার দিতে পুকুরে মৃত অবস্থায় রিতুকে পাওয়া যায়।

আনোয়ারা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ মেজবাহ বলেন, বিকাল ৫টার দিকে
হাইলধর ইউনিয়ন থেকে এক শিশুকে আনা হয়েছে আমরা থাকেও মৃত ঘোষনা করি। আরেকজনের বিষয়টি আমাদের জানা নাই।

উল্লেখ্য, দু’বোন দু’ভাইদের মধ্যে রিতু হলো সবচেয়ে বড় এবং হামদান হলো সবচেয়ে ছোট।

এশিয়াবিডি/ জাহিদ হাসান হৃদয়/ এমকে

আরও সংবাদ