অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ম্যাচ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ম্যাচ বাংলাদেশের

ঘোষিত হয়েছে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দিনক্ষণ। যুব বিশ্বকাপে বাংলাদেশ উদ্বোধনী ম্যাচ খেলবে জিম্বাবুয়ের সঙ্গে। টুর্নামেন্টের আয়োজক দক্ষিণ আফ্রিকা।

১৬ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে গ্রুপ সি-তে। বাংলাদেশের গ্রুপ সঙ্গী- পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ১৮ জানুয়ারি পচেফস্ট্রুমে বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের। এরপর ২১ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। ২৪ জানুয়ারি তারা গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। মোট ২৪ দিনে আট ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে সুপার লিগ। বাকিরা তখন অংশ নিবে প্লেট চ্যাম্পিয়নশিপে।

টুর্নামেন্টে সুপার লিগের সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৪ ও ৬ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি হবে ফাইনাল, ১০ ফেব্রুয়ারিকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

গ্রুপিং:

গ্রুপ-এ- ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপান।

গ্রুপ-বি- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নাইজেরিয়া।

গ্রুপ-সি-পাকিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড।

গ্রুপ-ডি- আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

আরও সংবাদ