মাঠে গড়ালো এমপিএল এর ৩য় আসর


জমকালো আয়োজন ও টান-টান উত্তেজনার মধ্যদিয়ে মাঠে গড়ালো মহাজন পাড়া প্রিমিয়ার লিগ (MPL) এর ৩য় আসর।

শুক্রবার (১৫-জানুয়ারি) বিকাল ৩টায় আনোয়ারা উপজেলার ১০নং হাইলধর গ্রামের হাইলধর মাদ্রাসা গেইট সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

এই সময় MPL এর প্রতিষ্ঠাতা-পরিচালক শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নং হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম এবং শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম চৌধুরী আনিস।

প্রধান অতিথির বক্তব্যে দিদারুল ইসলাম বলেন, সমাজের এই পরিস্থিতিতে যখন যুব সমাজ মাদকের প্রতি ধাবিত হচ্ছে তখনি তোমাদের মত একটা যুবকের দল মাদক ভুলে ক্রিড়ার মাধ্যমে সমাজ পরিবর্তনের চেষ্টা করে চলেছো এটা সত্যিই প্রশংসিত। দোয়া করি ভবিষ্যতেও যেন এই ধরনের সমাজ সংস্করণ মূলক কিছু করে দেখাতে পার, এবং সবার কাছে এটাই আশা রাখবো ঝগড়া-ফাসাদ ছাড়া সুন্দরভাবে এই টুর্নামেন্ট সমাপ্ত করবে।

প্রথম দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে, প্রথম খেলায় সাজিদ সাদমান ফ্যান ক্লাবের কাছে ট্রাইবেকারে ১-০ ব্যবধানে হার মানে রাসেল ইউনাইটেড ক্লাব। এবং দ্বিতীয় খেলায় মামুন ব্রাদার্স এফ.সি কে ট্রাইবেকারে ১-২ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে রামিসা স্পোর্টস ক্লাব।

খেলা শেষে অতিথিরা ১ম খেলায় ম্যান অব দ্যা ম্যাচ আনিস এবং ২য় খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হৃদয়ের হাতে ক্রেস তুলে দেন।

এশিয়াবিডি/কেকে/জাহিদ

আরও সংবাদ