রাজনগরে জামায়াতের সাবেক আমীরের জানাযা সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখার সাবেক আমীর জেলা মজলিসে শুরা সাবেক সদস্য ও রাজনগর আইডিয়েল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান মিছবাহুল মজিদ কালাম ৫মে সকাল ১০.৩০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাযার নামাজ বিকাল ৫:৩০ মিনিটে বালীদিঘীর পাড় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাযা পূর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমীর মোঃ আব্দুল মান্নান, সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হক।

বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজান খাঁন, রাজনগর ডিএইচ ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোস্তাক আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খাঁন ও মরহুমের ছোট ভাই সাবেক সদর ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক প্রমুখ।

জানাযায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মোঃ শাহেদ আলী, জেলা সহকারী সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, মোঃ আলাউদ্দিন শাহ, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, হাফেজ মাওলানা তাজুল ইসলাম, বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম, জুড়ী উপজেলা আমীর হাফেজ নজমুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, রাজনগর উপজেলা আমীর আবু রাইয়ান শাহিন ও সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।

জানাযায় ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন শেষে মোনাজাত করেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।

জানাযাপূর্র্ব বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, দেওয়ান মিছবাহুল মজিদ কালাম পরিচ্ছন্ন মনের মানুষ ছিলেন। জীবন পরিচালনার ক্ষেত্রে সুজা কথা বলা পছন্দ করতেন। ঘুরিয়ে কথা বলতেন না। হক কথা বলতে তিনি দ্বিধা করতেন না। মহান মাবুদের কাছে দোয়া করি তিনি যেন তার এই বান্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আজ থেকে উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

এশিয়াবিডি/প্রেস রিলিজ
আরও সংবাদ