রাজনগরে মুন্সিবাজার ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন
বক্তব্য রাখছেন মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন। ছবি: এশিয়াবিডি২৪

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ মে) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন।

এসময় ১ কোটি ১২ লক্ষ ১৭ হাজার ৮ শত ৮৩ টাকার বাজেট পেশ করেন ইউপি সচিব পাপড়ি দত্ত।

উন্মুক্ত বাজেট সভায় ইউপি সদস্য নুরুল আমিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বরকতুজ্জামান, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, প্যানেল চেয়ারম্যান (ইউপি) আব্দুল আজিজ, সাবেক ইউপি সদস্য মোঃ আছকান মিয়া, ইউপি সদস্য চয়ন দেব, এস এম হেলাল, লিটন মিয়াসহ সকল ইউপি সদস্য ও সদস্যাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য মুরব্বীগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ