তারুণ্যের দেশ সাজানোর অভিযান

”তোরা সব জয়ধ্বনি কর!
তোরা সব জয়ধ্বনি কর!
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়
তোরা সব জয়ধ্বনি কর!”

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতোই স্বদেশকে নতুন উদ্যমে কাজ করে যাচ্ছে এদেশের তারুণ্য। একটি সুন্দর দেশের স্বপ্ন হৃদয়ে লালিত করে অনিন্দ্য সুন্দর সব কাজ করছে আমাদের তারুণ্য-আমাদের শিক্ষার্থীরা। নিজেদের স্বেচ্ছাশ্রমে তারা দেশের ট্রাফিকের দায়িত্ব পালন করছে, ময়লা পরিস্কারে পরিচ্ছন্নতা অভিযান পালন করছে শুধুই তাই নয় মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছে তারা। সাধারণ মানুষও তাদের কাজের ভূয়সী প্রশংসা করছেন, এগিয়ে আসছেন তাদের পাশে।

তারুণ্যের এই কাজের ছোঁয়া লেগেছে দেশের প্রতিটি প্রান্তে। এমনই সুন্দর কার্যক্রমের দেখা মেলে সিলেটের প্রান্তসীমায় অবস্থিত উপজেলা জকিগঞ্জের বৃহত্তম বাজার কালিগঞ্জে। ০৮ আগষ্ট, বৃহস্পতিবার কালিগঞ্জ বাজারের বিভিন্ন আবর্জনা দূর করতে পরিচ্ছন্ন অভিযান চালায় শিক্ষার্থীরা। দুপুর ২ ঘটিকা থেকে কালিগঞ্জ বাজারে সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন আবর্জনা পরিস্কার করে তারা। মাথায় জাতীয় পতাকা বেঁধে ও হাতে বাংলাদেশের পতাকা নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালায় ছাত্ররা। শিক্ষার্থীদের এ কার্যক্রমে ভীষণ মুগ্ধ এলাকাবাসী। তারা বলেন, ‘‘শিক্ষার্থীদের এরকম ভালো কাজে আমরা ভীষণ আনন্দিত, আমরা মনে করি আমাদের আগামী প্রজন্মের হাতে আরও সুন্দর হবে প্রিয় বাংলাদেশ’’

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া শিক্ষার্থী মেহরাজ চৌধুরী জানান, ”দেশকে পরিষ্কার করার লক্ষ্যে আমাদের ছাত্রদের এই কাজের উদ্যোগ। শুধু আমাদের কাজে দেশ পরিষ্কার হবে না, প্রত্যেক নাগরিককে এ নিয়ে কাজ করতে হবে, সকলের কাছে এটাই প্রত্যাশা করছি। ”

শিক্ষার্থীদের এরকম ভালো কাজের যাত্রা অব্যহত থাকুক। আসুন দেশকে সুন্দর করতে তাদের উৎসাহ প্রদান করি তাদের হাত ধরে এগিয়ে যাক প্রিয় স্বদেশ। ভালো থাকুক মা, ভালো থাকুক প্রিয় মাতৃভূমি।

আরও সংবাদ