কুলাউড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাবেক ছাত্রদল নেতা আজমল আলী

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের নন্দনগর খাদিমপাড়ার বাসিন্দা সাবেক ছাত্রদল নেতা আজমল আলী শাহ একদল ব্যক্তির বিরুদ্ধে তার সম্পত্তি দখলের চেষ্টা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় অভিযোগ দিয়েছেন। রবিবার (২ মার্চ) বিকেলে তিনি এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বরমচাল এলাকার ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, বদরুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল লতিফ লাকি, দিলাল হোসেনসহ আরও কয়েকজন তার ভূমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তাদের মধ্যে দুইজন বর্তমানে প্রবাসে থাকলেও তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

এ ছাড়া তারা দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখল ও ক্ষতিসাধনের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে পূর্ব থেকেই আদালতে মামলা চলমান রয়েছে এবং বিজ্ঞ আদালত তার পক্ষে রায় প্রদান করেছেন। তবুও বিবাদীরা আইন অমান্য করে সম্পত্তি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, তিনি হযরত শাহ কালা (রহ.) মাজার শরীফের খাদিম ও সহকারী মুতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে যুক্ত। বিবাদীরা তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করছে। তার সম্পত্তির সুরক্ষার জন্য রাস্তার প্রবেশমুখে একটি অস্থায়ী গেইট স্থাপন করেছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি এ নিয়ে অভিযোগ করলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাকে গেটটি সরিয়ে নিতে বলেন এবং তিনি তা স্বেচ্ছায় সরিয়ে নেন। এরপর থেকেই বিবাদীরা তাকে ‘ফ্যাসিস্ট সরকারের লোক’ বলে প্রচার চালানোসহ নানা ধরনের মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছেন।

এমনকি বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে আক্রমণের হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ