ফাহমিদা ইয়াসমিনের কবিতা
তোমার আমার ভালবাসা
ফাহমিদা ইয়াসমিন
জীবনের সব রঙে সাজাবো তোমায়;
ভালবাসবো দিয়ে মনের সব অাবেগ!
হৃদয়ের সব অাকুলতা দিয়ে জড়িয়ে রাখবো তোমায়,
প্রেমের উষ্ণ মমতায়!
তুমি থাকবে হেমন্তের শিশির হয়ে
জড়িয়ে রেখে অামায় ফুলের মতো;
অনাবিল মুগ্ধতায়…