‘ভারত ও বাংলাদেশ সরকারের কাছে প্রশ্ন’


(এক)
আমরা শিশুদের রবীন্দ্রনাথ, নজরুল, লালন, শর‍ৎ, বঙ্কিম, জসিম শেখাই। তবে সিলেটি সাহিত্যের ছাদেক আলী আর শীতালং শাহ নয় কেন?

(দুই)
আমরা হরপ্পা মহেনজুদার শিশুদের শিখাই।গ্রীক, রোমান, আর্য ও সংস্কৃতির ইতিহাস পাঠ করাই। আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ লালবাগের কেল্লা, মধুমতি, শালবন, বিহার প্রভৃতি নিয়ে গর্ব করি। তবে সিলেটিদের ঐতিহ্য নাগরি সাহিত্য পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে আর তা নিয়ে গর্ব করতে বাধা কেন?

(তিন)
সিলেটি নাগরির প্রেস শিল্প কলকাতা আর ছিলেটে গড়ে উঠেছিল। সর্বশেষ নাগরি প্রেসটি ১৯৭১ সালে পাক হানাদাররা পুড়িয়ে দেয়। নিভে যায় নাগরির প্রেস শিল্প। ঐতিহ্যের অংশ হিসেবে ঢিকিয়ে রাখা সরকারের দায় কি কম ছিল?

(চার)
সিলেটের নাগরি লিপির ঐতিহ্যের চেরাগ একদিন জ্বলে উঠেছিল। তা দিয়ে সাহিত্য রচিত হয়েছিল। অন্তত পাঠ্য বইয়ে সংক্ষিপ্ত কলেবরে শুধু জানার জন্য রাখা কি দোষের হবে?
আসুন এই বৈষম্য দূর করার আহবান জানাচ্ছি।

লেখকঃ
আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

আরও সংবাদ